ঢাকা আর্ন্তজাতিক হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা `দা বিগ বাংলা রান’-এর টাইটেল স্পন্সর হয়েছে ডেনমার্ক ভিত্তিক ওষুধ প্রতিষ্ঠান নভো নরডিস্ক। আগাম ১৪ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক এ. রাজেন কুমার বলেন, “নভো নরডিস্ক ঢাকা আন্তর্জাতিক হাফ ম্যারাথন” নতুন প্রজন্মকে নিয়মিত শরীর চর্চার জন্য উৎসাহ যোগাবে। আমরা বিশ্বাস করি- এটি আগামীর জন্য একটি সুন্দর ও সুস্থ প্রজন্ম উপহার দিতে পারবে। ”
নভো নরডিস্ক দীর্ঘ ৯০ বছর ডায়াবেটিস সেবায় নেতৃত্ব দিয়ে আসছে। বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মানুষ এখন অল্প বয়সেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে।
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে, প্রতি তিনজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক লোক প্রয়োজন অনুযায়ী শরীর চর্চা করছে না, যেটা তাদের জীবন ব্যবস্থা পরিবর্তনের জন্য প্রাথমিকভাবে প্রয়োজন। বর্তমানে অল্প বয়স্কদের ওজন বেড়ে যাওয়া হারও বাড়ছে। নিয়মিত শরীরচর্চা হচ্ছে, অতিরিক্ত ব্যয় বহুল নয় এমন একটি জীবন ব্যবস্থার পথ, যা ডায়াবেটিসের সূচনাকে প্রতিরোধ করে অথবা সূচনা কালকে বিলম্বিত করে অথবা অন্যান্য সংক্রমিত নয় এমন রোগগুলোকে এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের গ্লাইসেমিক কন্ট্রোলের উপর ভাল প্রভাব বিস্তার করে।
সূত্র - natunbarta.com

